খালেদা জিয়ার বাসার সব স্টাফ করোনামুক্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২১, ৫:৩৫:১৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের ভাড়া বাসার ৮ গৃহকর্মী ও স্টাফ করোনা আক্রান্ত ছিলেন। গত ২৫ এপ্রিল দ্বিতীয় দফা টেস্টে খালেদা জিয়াসহ তার বাসভবনের চারজনের পজিটিভ রিপোর্ট আসে।
শুক্রবার তৃতীয় দফা টেস্টে সকলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চেয়ারপারসনের বাসার সব স্টাফের সর্বশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। সবাই এখন সুস্থ আছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্টেবল (স্থিতিশীল) রয়েছে। তার করোনা উপসর্গ নেই। আজ-কালের মধ্যে তৃতীয় দফা নমুনা পরীক্ষা করা হবে।