হাবিব—ন্যান্সির নতুন গান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ১১:০৫:৫৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: বাংলা গানের সফল জুটি হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি আবারও গান করলেন। গতকাল বৃহস্পতিবার ন্যান্সি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার এবং হাবিব ওয়াহিদের কণ্ঠে নতুন গান শোনার জন্য যারা অপেক্ষায় থাকেন তাদের জন্য সুখবর। আজ (বৃহস্পতিবার) নতুন একটি গান রেকর্ড হলো।
তিনি আরও জানান, ‘আগামী শনিবার ‘বন্ধুরে’ শিরোনামের গানটি হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আশা করছি প্রতিবারের মতো এবারের গানটিও আপনাদের মন জয় করতে সমর্থ হবে।
উল্লেখ্য, হাবিব ওয়াহিদের সঙ্গে গাওয়া অসংখ্য গান জনপ্রিয় হয়েছে ন্যান্সির। এ জুটির গানের মধ্যে রয়েছে ‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’, ‘ঝরা পাতা’, ‘পৃথিবীর যতো সুখ’, ‘দ্বিধা’, ‘এত দিন কোথায় ছিলে’, ‘আকাশের ভাঁজে’, ‘ভালোবাসা হলো না’, ‘তুমি আমার’, ‘তুমি যে আমার ঠিকানা’, ‘কী যে হলো আজ’, ‘তোমারে দেখিলো’ ও ‘ধীরে ধীরে’।