শুভেচ্ছায় ভাসছেন দুই তারকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৫:৪৮:৫৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: এ সময়ের জনপ্রিয় অভিনেতা মনোজ প্রমাণিক ও সঞ্চালক মৌসুমী মৌ বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। দুই তারকাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন শুভানুধ্যায়ীরা।
২৯ এপ্রিল সন্ধ্যার পর থেকে দু’জনের ফেসবুক দেয়ালে ঝুলছে ৫টি যুগল ছবি। বরের পরনে কালো পাঞ্জাবি আর কনের লাল শাড়ি; গলায় ফুলের মালা। দু’জনেই বেশ আনন্দময়, অন্তরঙ্গ।
স্পষ্ট যে, সদ্য মালাবদল করে একে অপরের জীবনসঙ্গী হওয়ার মুহূর্ত সেটি।তবে বাস্তবে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হননি। তাদের বিয়ের গুঞ্জনটা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ছবিগুলো মূলত ভাইরাল করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ পোস্ট করেন ফেসবুকে। ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’- এটুকু লেখে ট্যাগও করেন দুজনকে। মুহূর্তে লাইক, কমেন্ট, শেয়ারে ভেসে গেল ছবিগুলো। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেল, বিয়ে-থা কিচ্ছু নয়। সবাইকে চমকে দেওয়ার জন্যই যুক্তি করে এমনটা করেছেন তারা।
জানা গেছে, ছবিগুলো মূলত চয়নিকা চৌধুরীর ঈদের বিশেষ একটি নাটকের লোকেশনে তোলা। সম্প্রতি কোভিড নেগেটিভ হয়েই ক্যামেরা নিয়ে মাঠে নামলেন ‘বিশ্ব সুন্দরী’খ্যাত এই নির্মাতা। মাঠে নামবেন আর আওয়াজ দেবেন না- তা তো হতে পারে না।