দেশে করোনায় আজ মৃত্যু ৫৭, আক্রান্ত ২১৭৭
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৪:৫৬:২২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৪৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্ত হার ১০ দশমিক ৩৪ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৮ জনের মৃত্যু হয়। ওইদিন নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৩৪১ জন, যা নমুনা পরীক্ষার বিবেচনায় ৯ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৩২৫ জন সুস্থ হয়ে উঠেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।