মৌলভীবাজারের হাসাপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিল আবুল খায়ের গ্রুপ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ২:১৭:৫১ অপরাহ্ন
সংবাদদাতা: মৌলভীবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে আবুল খায়ের গ্রুপ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলিন্ডারগুলো হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
জেলা প্রশাসক ও পৌর মেয়রের ডাকে সাড়া দিয়ে এই উপহারের ব্যবস্থা করে দেন অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলাম।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বর্তমানে করোনা মহামারি চলছে। কেউ যাতে অক্সিজেনের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেজন্য আমরা হাসপাতালের জন্য ন্যূনতম সাপোর্টিং এর চেষ্টা করছি। হাসপাতালের চিকিৎসকরা অনেক কষ্ট করে সেবা দিয়ে যাচ্ছেন। তাদেরকে ন্যূনতম সাপোর্টিং দেয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি আমরা। যাতে তারা এই করোনা মহামারি মোকাবেলায় উৎসাহ পান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও আবুল খায়ের গ্রুপের রিজিওনাল ম্যানেজার মো. আলাউদ্দিন প্রমুখ।
মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৮ জন। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৪৫ জন।