সাধারণ সর্দি-জ্বর নাকি করোনা, বুঝবার উপায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ২:০৩:৩২ অপরাহ্ন
অনুপম স্বাস্থ্য ডেস্ক: গরমের সময় আদ্র আবহাওয়ায়, শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকা, বাইরে যাওয়া ইত্যাদি কারণে সর্দিজ্বর হওয়া খুব স্বাভাবিক। কিন্তু অধিক হারে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার এ সময়ে একটু কাশি হলেই আমরা আতঙ্কিত হই। কারণ ফ্লু ভাইরাস আর করোনাভাইরাসের উপসর্গ অনেকটাই এক রকম। তবে করোনা নাকি সাধারণ সর্দি-জ্বর বুঝবার উপায় আছে:
সংক্রমণ বিষয়ক
ফ্লু ভাইরাস ছড়ায় বাতাসে। আর করোনাভাইরাস ছড়ায় মানুষের সংস্পর্শে এলে সাধারণত। তবে সাম্প্রতিক গবেষণা জানিয়েছে, করোনাও বাতাসে ছড়ায়। ফ্লু সাধারণত কয়েক দিনের মাথায় সেরে যায় এবং এর প্রভাব খুব একটা গুরুতর নয়। করোনা অনেক বেশি মারাত্মক হয়ে উঠতে পারে এবং এই রোগের প্রভাবও দীর্ঘকালীন।
উপসর্গগুলো
দু’টো রোগেরই উপসর্গ প্রায় এক। গলাব্যথা, জ্বর, কাশি, গায়ে ব্যথার মতো কিছু উপসর্গ আছে যেগুলো এক। তবে করোনার ক্ষেত্রে স্বাদ-গন্ধ চলে যাওয়া একটা প্রধান উপসর্গ, যা ফ্লুয়ের ক্ষেত্রে আপনি সব সময় পাবেন না। বমি বমি ভাব হওয়া, শরীর অত্যধিক ক্লান্ত হয়ে যাওয়া- এগুলোও করোনার ক্ষেত্রে বেশি চোখে পড়ে। সাধারণত ফ্লু ভাইরাস সংক্রমণের ১ থেকে ২ দিনের মাথায়ই উপসর্গগুলো টের পাবেন আপনি। কিন্তু করোনার ক্ষেত্রে সেটা ৩ থেকে ৫ দিন পর বুঝবেন। আবার ১৪ দিন পরেও উপসর্গগুলো দেখা যায়।
করণীয় কী
একটু গলা ব্যথা বা জ্বর জ্বর ভাব হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। দু’দিন বোঝার চেষ্টা করুন শুধু গলা ব্যথা, ঠাণ্ড লাগা এবং জ্বর ছাড়া কভিডের অন্য কোনো উপসর্গগুলো চোখে পড়ছে কি না। গরম জলে গার্গল করুন। তুলসিপাতা-মধু ফুটিয়ে খান। ভেষজ চা খান বার বার। ২-৩ দিনের মধ্যে যদি দেখেন অবস্থার কোনো রকমই উন্নতি হচ্ছে না, অবশ্যই করোনা পরীক্ষা করাবেন।
সূত্র: ইন্টারন্যাশনালহেলথকেয়ার, সিডিস, মেডিক্যালনিউজটুডে, আনন্দবাজার পত্রিকা, হেলথলাইন