মালয়েশিয়ায় শ্রমিকদের বেতন পরিশোধে চালু হচ্ছে ই-ওয়েজ পদ্ধতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ১০:৪৭:১৪ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: সঠিক সময়ে শ্রমিকদের বেতন পরিশোধে মালয়েশিয়ায় চালু হচ্ছে ই-ওয়েজ পদ্ধতি। “বর্তমানে বেতন পরিশোধের বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য চাকরির বাজারের মধ্যে কোনও ব্যবস্থা না থাকায় দেশটিতে কর্মরত শ্রমিকদের মাসিক বেতন পরিশোধের বিষয়টি পর্যবেক্ষণ করতে শিগগিরই ই-ওয়েজ সিস্টেম চালু করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর এ পদ্ধতি নিয়োগ আইনের ১৯৯৫ এর অধীন নির্ধারিত প্রতিটি মাসের সপ্তম দিনের আগে বেতন পরিশোধ করা হবে। এই ব্যবস্থা বাস্তবায়নে পরোক্ষভাবে শ্রমিকদের অধিকার ও কল্যাণের যতœ নেওয়া হবে এবং দেশের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা রক্ষার পাশাপাশি বিশেষত বিদেশী কর্মীদের কর্মসংস্থানের দিকটিও নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
২৯ এপ্রিল বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
“ই-ওয়েজ বাস্তবায়ন স্বচ্ছতা নিশ্চিত করবে এবং তাদের কর্মীদের বেতন প্রদানের ক্ষেত্রে নিয়োগকর্তাদের দ্বারা যে কোনও হস্তক্ষেপ এড়াতে পারবে।
এ দিকে ২৮ এপ্রিল বুধবার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জেটিকে অভিযোগ করেছে কোনও এক নিয়োগকর্তা একজন পাকিস্তানী শ্রমিকের পাঁচ মাস ধরে বেতন পরিশোধ করেনি। ওই শ্রমিককে গত ১৭ এপ্রিল একটি নির্মাণ সাইটে মৃত অবস্থায় পাওয়া যাওয়া গেছে। এর পরেই টনক নড়ে সংশ্লিষ্ট বিভাগের।
বিশ^ ব্যাপী চলমান মহামারিতে দেশটির অর্থনৈতিক ও স্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি সময়ে পাঁচ মাস ধরে তার বেতন পাননি এমন অভিযোগের পরে একজন বিদেশি কর্মীর সাম্প্রতিক এ ঘটনার বিষয়ে মন্তব্য করে সারভানান বলেছেন, শ্রমবাজারে এমন ট্র্যাজেডি কখনও ঘটেনি।
তিনি জোর দিয়ে বলেন, শ্রম বিভাগের (জেটিকে) মাধ্যমে মন্ত্রণালয় এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে জড়িত নিয়োগকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।