সিলেট বিভাগে এপ্রিল ৩০—৫ মে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ২:৫৫:০৫ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: আগামীকাল ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সিলেট বিভাগে ১২০—১৫০ মিলিমিটার বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। বেসরকারি আবহাওয়া সংস্থা, যশোর এর BWOT team এ পূর্বাভাস দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, প্রায় পূর্নাঙ্গ বা সেমি পূর্নাঙ্গ বৃষ্টিবলয় ঝুমুল চালু হয়েছে গতকালই এবং এটি চলতে পারে আগামী ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের অধিকাংশ এলাকায়। তবে একই দিনে সব এলাকায় বৃষ্টি নেই। অন্তত দেশের ৭০% এলাকা বৃষ্টিবলয় ঝুমুল দ্বারা উল্লেখযােগ্য ঝড়-বৃষ্টি পেতে পারে। বেশি প্রভাব: ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত । বেশি আক্রান্ত হবে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং কম আক্রান্ত চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশ ও খুলনা বিভাগ। যেহেতু এটি সেমি পূর্নাঙ্গ বৃষ্টিবলয়, তাই এ বৃষ্টিবলয়ে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। যদিও বিচ্ছিন্নভাবে দেশের অল্প কিছু এলাকা প্রায় বৃষ্টিহীন থাকতে পারে। মাঝারি থেকে তীব্র কালবৈশাখী, শিলাবৃষ্টি, প্রবল বজ্রপাত, মাঝারি বা ভারিবৃষ্টি সবই থাকছে বেশি আক্রান্ত এলাকায়।
সূত্র: যশোরের আবহাওয়া সংস্থাটির ফেইসবুক পেইজ ‘আবহাওয়ার খবর’।