হাসপাতালে করোনারোগীর চাপ কমেছে, স্বস্তির খবর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ১২:৫৯:৪৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ১৫ এপ্রিলের পর থেকে করোনা রোগীদের চাপ কমেছে, বলেছেন ঢাকা মেডিক্যাল হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র। সূত্রমতে মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে। রোগী সামাল দিতে নির্ধারিত শয্যার চেয়ে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়েছে। তবুও প্রতিদিন শত শত রোগীকে ফিরিয়ে দিতে হয়েছে। একটি আইসিইউ শয্যার জন্য রোগীদের হাহাকার ছিল। অথচ এখন সাধারণ শয্যার পাশাপাশি অনেক আইসিইউ শয্যাও খালি পড়ে আছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ঢাকায় করোনা ডেডিকেটেড সরকারি ১৩টি হাসপাতালে ৩ হাজার ৩৫২টি সাধারণ শয্যা ছিল। সেগুলোতে খালি শয্যার সংখ্যা ছিল ১ হাজার ৭৪৯টি। এসব হাসপাতালে আইসিইউ শয্যা আছে ২৪৭টি। খালি আছে ৫৬টি শয্যা। একইভাবে ঢাকার করোনা ডেডিকেডেট বেসরকারি ২৭টি হাসপাতালে সাধারণ শয্যা আছে ২ হাজার ১৮৭টি। এরমধ্যে শয্যা খালি আছে ১ হাজার ৩৫৩টি। এসব হাসপাতালে আইসিইউ আছে ৫১২টি। খালি আছে ২৭০টি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে সাধারণ শয্যা খালি আছে ১০১টি। আইসিইউ শয্যা ৫টি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাধারণ শয্যা খালি ২২টি। এই হাসপাতালে আইসিইউ শয্যা খালি নাই। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে সাধারণ শয্যা খালি ৯৮টি। আইসিইউ শয্যা ৭টি। সরকারি কর্মচারী হাসপাতালে সাধারণ শয্যা খালি ৬৫টি। আইসিইউ ২টি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ শয্যা খালি ২১৮টি।