বিশ্বের ১৩ কোটি ৬০ লাখ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ৬:৪০:০৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আজ ২৮ এপ্রিল পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস। বিশ্বব্যাপী ১৩ কোটি ৬০ লাখ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। এদের মধ্য থেকে অন্তত ৭ হাজার ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। শুধু যুক্তরাষ্ট্রেই ৫ লাখ ৭০ হাজার স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত আড়াই হাজার। ইউরোপের দেশগুলোতে মোট করোনা আক্রান্তদের মধ্যে ২৫ শতাংশই স্বাস্থ্যকর্মী। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
‘অনুমান, প্রস্তুতি এবং সংকটে সাড়া: পেশাগত স্বাস্থ্য নিরাপত্তায় বিনিয়োগ’ শিরোনামে এই প্রতিবেদন জেনেভায় আইএলওর সদর দপ্তর থেকে গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে প্রতিবেদনটি প্রকাশ করা হলো।
বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, কভিডকালে অপ্রত্যাশিত চাকরিচ্যুতি এবং লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান অচল হয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে আত্মহত্যার উদাহরণ তৈরি হয়েছে। আগের প্রকাশিত গবেষণা থেকে এই তথ্য উদ্ধৃত করা হয়। এর বাইরে বাংলাদেশ সম্পর্কে আলাদা করে আর কিছু বলা হয়নি প্রতিবেদনে। তবে আগামীতে জরুরি দুর্যোগে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় এখনই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশসহ সংস্থার অন্যান্য সদস্য দেশগুলোর প্রতি আহবান জানানো হয়েছে।
এতে বলা হয়, নিরাপদ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় জাতীয় একটি নীতিমালা গ্রহণ এবং যে কোন দুর্যোগকালে সহায়ক হবে- এরকম একটি প্রাতিষ্ঠানিক নীতিকাঠামো গঠন আহবান জানিয়ে বলা হয়, শক্তিশালী নীতি কাঠামোর মাধ্যমে যাতে আগামীতে করোনার মত অন্য যেকোনো দুর্যোগে ঝুঁকি হ্রাস এবং প্রশমন করা যায়। এ উদ্দেশ্যে এ খাতে বিনিয়োগে বাংলাদেশসহ সদস্য দেশগুলোর প্রতি আহবান জানানো হয়েছে।