সিলেট—৩ আসনে মনোনয়ন প্রত্যাশী তাহমিন আহমদ কৃষকের ধান মাড়াই করে দেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ১২:৫০:১৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: মহামারি করোনাকালে লকডাউন পরিস্থিতিতে সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ২৬ এপ্রিল কৃষকের ধান মাড়াই করে দেন সিলেট—৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এফবিসিসিআই-র পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ- সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী তাহমিন আহমদ।
সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির সদস্য তাহমিন আহমদ সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নির্ভানা ইন এর ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বও পালন করছেন।
ধান মাড়াইয়ের সময় শ্রীরামপুর গ্রামের কৃষক চান মিয়া, কবির ও মোস্তফা মিয়া উপস্থিত ছিলেন।