‘গুরুতর ত্রুটি’ থাকায় রাশিয়ার টিকা নিচ্ছে না ব্রাজিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৩:১৫:৩৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক আনভিসা সোমবার রাজ্যের গভর্নরদের অনুরোধ করা সত্বেও রাশিয়ার তৈরী স্পুটনিক ভি টিকা আমদানি প্রত্যাখ্যান করেছে।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল করোনায় বিপর্যস্ত অবস্থায়।
ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার টিকার কার্যকারিতার গ্যারান্টিযুক্ত তথ্যের অভাব রয়েছে। ‘গুরুতর’ ত্রুটির কথা তুলে ধরে রাশিয়ার ভ্যাকসিনকে অনুমোদন না দেওয়ার জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছে আনভিসার পাঁচটি শক্তিশালী বোর্ড।
স্বাস্থ্য পর্যবেক্ষণের মহাব্যবস্থাপক আনা ক্যারোলিনা মোরিরা মেরিনো আরাউজো বলেছেন, সমস্ত দলিলপত্র দেখে আমরা বুঝেছি এ টিকা ঝুঁকিমুক্ত না।
সূত্র: রয়টার্স