‘করোনারোগীর সংখ্যা ২০২২ সালে বিশ্বে অনেক কমে যাবে’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ১:৪১:৫২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ২০২২ সালে করোনা সংক্রমণ খুব কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেইটস। তিনি মনে করেন পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আগামী বছর।
এর আগেও তিনি তার এই আশার কথা জানিয়েছিলেন। তার মতে, এই সময়ের মধ্যেই বিশ্বের দেশগুলোতে কোভিড ভ্যাকসিন সহজলভ্য হয়ে যাবে আর বিশ্ব কোভিডমুক্ত হতে পারবে।
এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব আশার বাণী শোনান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ৬৫ বছর বয়সি বিল গেইটস বলেন, আমাদেরকে এখনই পরবর্তী মহামারির জন্য প্রস্তুতি নিতে হবে।
সূত্র: স্কাই নিউজ, সিএনবিসি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন