মামুনুল হকের আরও ৭ দিনের রিমান্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ১২:৪৭:০৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হককে আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত নাশকতার দুই মামলায়।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
মামুনল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০২০ সালের মোহাম্মদপুর থানায় ভাঙচুর ও নাশকতার একটি মামলায় গত ১৯ এপ্রিল তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড আজ শেষ হওয়ায় সকালেই তাকে আবারও আদালতে হাজির করে পুলিশ।