১৪ থেকে ১৮ মে’র মধ্যে ভারতে ৩৮ থেকে ৪৮ লক্ষ লোক করোনা আক্রান্ত হবে: গবেষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ১০:২৬:১৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক: করোনার সাম্প্রতিক ট্রেন্ড বিশ্লেষণ করে আংকিক হিসেব করে কানপুর আই আই টির তিন গবেষক জানিয়েছেন, ১৪ থেকে ১৮ মে’র মধ্যে ভারতে ৩৮ থেকে ৪৮ লক্ষ লোক কোভিড সংক্রমিত হবে। দৈনিক আক্রান্তের সংখ্যা হবে ৩ লক্ষ ৪ হাজার থেকে ৪ লক্ষ ৪ হাজার। তিন গবেষক মনিন্দর আগারওয়াল, মাধুরী কানিত কার ও মুথুকুমলি বিদ্যাসাগর তাঁদের এই আংকিক গবেষণার নাম দিয়েছেন- সূত্র। সূত্রের গবেষণা অনুযায়ী ২০২০ সালের ১৭ সেপ্টেম্বরে ভারত কোভিড এর পিক এ পৌঁছেছিল দৈনিক সংক্রমণ ১০ লক্ষ নিয়ে। এবার ১৪ থেকে ১৮ মে আক্রমণ পিক এ পৌঁছানোর পর তা কমতে আরম্ভ করবে।
সূত্র: এনডিটিভি