বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি হবে হেফাজতের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ১:৩৯:৩৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: হেফাজতে ইসলাম থেকে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির।
রোববার রাতে গণমাধ্যমকে এ কথা জানান মাওলানা নাসির উদ্দিন মুনির।
তিনি আরও জানান, একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে অরাজনৈতিক আলেমদেরকে নিয়ে নতুন করে হেফাজতকে ঢেলে সাজানো হবে।
এর আগে রোববার রাত ১১টার দিকে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে এক ডিভিও বার্তার মাধ্যমে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতাদের পরামর্শক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। ইনশাআল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটির মাধমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।