কৃষক লীগের নেতৃবৃন্দ দেখার হাওরে ধান কেটে দিলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২১, ৮:০৪:২৩ অপরাহ্ন
সংবাদদাতা: কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছেন। দুই মহিলা সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা কৃষক লীগের নেতারা ধান কাটায় অংশ নেন। শনিবার দপুরে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর গ্রামের হাফিজুর রহমানের এক একর জমির ধান কেটে দেন নেতাকর্মীরা। ধান কাটায় অংশ নেন, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড ভোকেট শামীমা আক্তার খানম।
ধান কাটা শেষে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক সমাজের পাশে আছেন এবং কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে মাড়াই ঝাড়াই করাসহ সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জহির উদ্দিন মিলন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আবদুল কাদের, সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ।