সরকার কৃষি খাতকে সর্বোচ গুরুত্ব দিয়ে কাজ করছে : কৃষি মন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ১০:২৮:১৪ অপরাহ্ন
এ রহমান অলি: কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই সরকার কৃষিকে লাভজনক করার লক্ষ্যে কৃষকদের মাঝে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে নাম মাত্র মূল্যে সারসহ যাবতীয় কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দিচ্ছে। বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
২৩ এপ্রিল শুক্রবার সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আনজইন হাওরে “বোরো ধান কর্তন উৎসব” এ প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
কৃষি মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পরেই কৃষিকে টিকিয়ে রাখা ছিল বড় একটি চ্যালেঞ্জ। কারন সারসহ যাবতীয় কৃষি উপকরণের উচ্চ মূল্যসহ ছিল সংকট। আজ আর সংকট নেই। গত ১২ বছর যাবত সারের মূল্য বৃদ্ধি করা হয়নি। আর এসব সম্ভব হয়েছে শুধু মাত্র মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের ফলে। কৃষি প্রধান জেলা হবিগঞ্জের কৃষিতে বিপ্লব ঘটাতে কৃষি কাজে সেচ ব্যবহার হয় এমন নাব্যতা হারানো নদীও খাল দ্রুত খননের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী আরো বলেন, ভিক্ষুকদের কাতারের দেশ হিসাবে গণ্য এই দেশ আজ খাদ্যে সয়ংসম্পুর্ণ সহ বিশ্ব দরবারে মাথাউচু করে দাড়িয়েছে। পৃথিবিতে আর কোন দেশের কৃষকরা এতো কম মূল্যে সার ও বীজ পায়না। কৃষিকে আধুনিক করতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই আগামী বছর থেকে ২৮,২৯ জাতের ধানের চেয়ে আরো উচ্চ ফলনশীল জাতের ধান আপনাদের দেয়া হবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান’র সভাপতিত্বে ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেছবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড.অমিতাব সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলঙ্গীর চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমুখ। এছাড়া হবিগঞ্জের এডিসি জেনারেল মর্জিনা আক্তার, সহকারি কমিশনার ভূমি বানিয়াচং ইফফাত আরা জামান উর্মি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, তদন্ত ওসি প্রজিত কুমার দাশ, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ,কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথিও বিশেষ অতিথিবৃন্দ বানিয়াচংয়ের পশ্চিমের হাওড়ে ধানকেটে “বোরো ধান কর্তন উৎসব” এর শুভ উদ্বোধন করেন।