রোববার থেকে বাহরাইন কুয়েত ফ্লাইট চালু হচ্ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৮:৩৬:৫৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ছুটিতে দেশে এসে আটকে পড়া বাহরাইন ও কুয়েত প্রবাসীদের ফেরাতে রোববার (২৫ এপ্রিল) থেকে ফ্লাইট চালু হচ্ছে। বৃহস্পতিবার রাতে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ফ্লাইট চালুর অনুমতি দিতে সুপারিশ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।
সভায় বলা হয়, বাহরাইন ও কুয়েত থেকে ছুটিতে দেশে আসা উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী কর্মী আটকা পড়েছেন। তাদের ভিসার মেয়াদও শেষ হওয়ার আশঙ্কা আছে। তাই তাদের কাজে ফেরাতে ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। এই লকডাউনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ইতোমধ্যেই প্রবাসীদের কথা চিন্তা করে আন্তর্জাতিক কয়েকটি রুটসহ অভ্যন্তরীণ ফ্লাইটও চালু করা হয়েছে।