কোম্পানীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৭:১১:৩৫ অপরাহ্ন
সংবাদদাতা: বাড়ির সীমানা নিয়ে বিরোধে জড়িয়ে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংঘর্ষে উভয়পক্ষের ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে রাজন মিয়া (২৮) ও সুজন মিয়া (২৫) নামের দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জানা যায়, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া জানান, উত্তর রাজনগর গ্রামের সুমন আহমদ ও আব্দুর রহিমদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১২-১৩ জন আহত হন। আহতরা হলেন, রমজান আলী (৬৮), সোহেল (২০), ছালমা বেগম (৩৩), আব্দুল জলিল (২৯), রিপন মিয়া (৩৭), আব্দুর রহিম (৩৩), মিনা বেগম (৩৫), রাজন মিয়া (২৮), সুজন মিয়া (২৫), চাঁন মিয়া (৬০), আনিছ মিয়া (৪১), সাহেরা বেগম (৫০) ও সোনা মিয়া (৩১)।
একপক্ষের আব্দুর রহিম, গোলাপি বেগম ও রিপন মিয়া বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী সুমন, সুজন ও রাজনদের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। পরে সকালে ১৫-১৬ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে তাদের পরিবারের সাত সদস্যকে আহত করে। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরপক্ষের সুমন আহমদ জানান, বিবাদীরা তার ভাই সুজন মিয়াকে বাড়ির সামনে একা পেয়ে মারধর করছিল। খবর পেয়ে তারা ছুটে যান। তখন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।
হামলায় তাদের ছয়জন গুরুতর আহত হয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুইপক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।