সব রেকর্ড ছাড়িয়ে ভারতে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ করোনা আক্রান্ত একদিনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ২:২৭:০৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ভারতে করোনাভাইরাসে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত সংখ্যায় বিশ্বের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ যাবতকালের মধ্যে এক দিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে।
জানা গেছে, এক দিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ তিন লাখ সাত হাজার ৫৫১ জন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি বৃহস্পতিবার (২২ এপ্রিল-২০২১) পর্যন্ত বিশ্ব রেকর্ড ছিল। তবে ওই দিন যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙে ভারত। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বা এক দিনে দেশটিতে করোনায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন। এ দিন মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, আগের ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ৩২ হাজার ৭৩০ জন। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায়ও দেশটি নতুন রেকর্ড গড়েছে। এ সময় মৃত্যু হয়েছে দুই হাজার ২৬৩ জন। এটিই ভারতে এক দিনে আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
সূত্র: এনডিটিভি