এপ্রিলের ১৫ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৯ হাজার ৭৭৫ কোটি টাকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৩:২০:৪৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দেশে চলতি এপ্রিলের প্রথম ১৫ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১১৫ কোটি ডলার, অর্থাৎ দেশের ৯ হাজার ৭৭৫ কোটি টাকার সমান প্রায়।
গত বছরের এপ্রিল পুরা মাসে ১০৯ কোটি ডলার আয় পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর এবার মাস শেষে এই আয় গত বছরের একই মাসের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিশ্বজুড়ে নতুন লকডাউনের পরিস্থিতিতেও প্রচুর অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা।
সংশ্লিষ্ট সূত্র বলেছেন, লকডাউনের কারণে যোগাযোগ সীমিত হয়ে পড়েছে। এ ছাড়া রমজানের কারণে ভালো সাহায্য-সহযোগিতাও আসছে। আর সরকারি ২ শতাংশ প্রণোদনার সঙ্গে অনেক ব্যাংক বাড়তি ১ শতাংশ অর্থ দিচ্ছে। ফলে সব আয় বৈধ পথে আসছে।
সূত্র: বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন