বৃটেনে করোনার তৃতীয় ঢেউ, আরও ৫০ হাজার মৃত্যুর আশংকা, সতর্ক করলেন শীর্ষ বিজ্ঞানী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৯:১১:৫২ অপরাহ্ন
ওএনএস ডাটা মোতাবেক যুক্তরাজ্যের ৫২.৭ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছে। যদি শতকরা ৯৫ ভাগ মানুষের টিকা দেয়া হয়ে যায়, তবু ২.৫ মিলিয়ন মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়ে যাবে।
অনুপম রিপোর্ট: লকডাউন শিথিল করার করার সাথে সাথে ব্রিটেনে করোনার ‘গ্রীষ্মকালীন তৃতীয় ঢেউ’ আসছে মর্মে সতর্ক করেছেন এক শীর্ষ বিজ্ঞানী। ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন সম্পর্কিত যৌথ কমিটির (জেসিভিআই) সদস্য অধ্যাপক অ্যাডাম ফিন বলেছেন, বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের এখনও টিকা দেওয়া হয়নি বলে শনাক্ত বৃদ্ধি পাচ্ছে।
তিনি হুঁশিয়ার করে বলেন, লকডাউন রোডম্যাপে বরিস জনসন যে তারিখ নির্ধারণ করেছেন তা সামঞ্জস্য করা যেতে পারে যদি নতুন ঢেউয়ে আক্রান্ত দেখা দেয়।
তিনি প্রধানমন্ত্রীর চিন্তা-ভাবনার সাথে একমত হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ফিন বিবিসি-র ব্রেকফাস্ট অনুষ্ঠানে বলেন: ‘আমার ভয় লাগে তিনি ঠিক বলেছেন বলতে। আমরা জেসিভিআইতে যে মডেলগুলো দেখেছি তা লকডাউন শিথিল হওয়ার কারণে গ্রীষ্মের মারাত্মক উত্থানের দিকে স্পষ্টভাবে ইঙ্গিত করছে, কারণ এখনও প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অনেক লোক রয়েছেন যারা টিকা পাননি এবং যারা একে অপরের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে শুরু করবেন।’
তিনি আরও বলেন, ‘তৃতীয় ঢেউ কতটা মারাত্মক প্রাণহানীকর হবে তা নির্ভর করছে কত লোক টিকা নিল তার ওপর।’
কখন নিষেধাজ্ঞা শিথিল করার প্রয়োজন হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ফিন বলেন, এটি একটি ‘ভারসাম্য রক্ষা করে এমন কাজ’।
এর আগে জেসিভিআই-র আরেক গবেষক অধ্যাপক জেরেমি ব্রাউন বিবিসি রেডিও ফোর অনুষ্ঠানে সতর্ক করে বলেছিলেন, কোভিডের তৃতীয় ঢেউ বৃটেনের আরও ৫০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। ওএনএস ডাটা মোতাবেক যুক্তরাজ্যের ৫২.৭ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছে। যদি শতকরা ৯৫ ভাগ মানুষের টিকা দেয়া হয়ে যায়, তবু ২.৫ মিলিয়ন মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়ে যাবে।
সূত্র: আইনিউজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, লন্ডননিউজটাইমস, দ্য গার্ডিয়ান