দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ে দেড় কোটি টাকার গণগ্রন্থাগার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৮:৩৯:১৯ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: সরকার ও প্রবাসী ট্রাস্টের যৌথ উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সদরখোলা গ্রামে দেড় কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে একটি নান্দনিক গ্রন্থাগার। এর নামকরণ করা হয়েছে ‘সাউথ সুরমা গণগ্রন্থাগার’। এ গ্রন্থাগারের জন্যে ভূমি দান করেছেন প্রবাসী লেখক বাংলা একাডেমির সদস্য নূরুল ইসলাম। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রচেষ্টায় এটি বাস্তবায়ন করে জেলা পরিষদ।
এ গ্রন্থাগার পেয়ে এলাকার মানুষ খুবই আনন্দিত। অবহেলিত গ্রামটিতে এমন দৃষ্টিনন্দন দালানের গ্রন্থাগার পেয়ে বইপড়ুয়া তরুণ তরুণীরা জ্ঞান চর্চার জন্যে বেশ উৎসাহিত, আনন্দিত। সবুজ শ্যামল ছায়াঘেরা পরিবেশে পিচ রাস্তার পাশের এ গ্রন্থাগার করোনা পরিস্থিতির পর সবার জন্যে খুলে দেয়া হবে।