সিলেটে ৪৯৮ পিস ইয়াবাসহ আটক ২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৪:৩৪:২২ অপরাহ্ন
অনুপম সংবাদদাতা: র্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে ৪৯৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিলেটের সালুটিকর ও জেলরোড এলাকা থেকে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে আটককৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সূত্র জানায়, গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজার থেকে র্যাব অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত অন্যদের নাম পরিচয় জানা গেলেও গোয়াইনঘাট থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় জানায়নি র্যাব।
ওদিকে কোতোয়ালি থানাধীন পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জাবেদ (২০) নামের এক যুবককে আটক করে র্যাব। এসময় র্যাব তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত জাবেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন কান্দিরপাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে। বর্তমানে সে সিলেট মহানগরের কাষ্টঘর এলাকায় বসবাস করে আসছে বলে জানায় র্যাব।