হেফাজত নেতৃবৃন্দ রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ২:০৯:৩৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক: হেফাজতে ইসলামের শীর্ষ প্রায় দশ জন নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ধানমন্ডির বাসায় বৈঠকে বসেছেন সোমবার রাত ১০টার দিকে।
হেফাজত নেতৃবৃন্দের সাথে মামুনুল হকের ভাই বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকও রয়েছেন।
জানা যায়, প্রায় এক ঘণ্টার বৈঠকে হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী ফোনে ডিবিসি চ্যানেলকে বলেন, এটা কোনো পূর্ব নির্ধারিত বৈঠক না। তারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এতে হেফাজত নেতৃবৃন্দের গ্রেফতার বিষয়ে আলাপ উঠলে মন্ত্রী জানান নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, সরকারের কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সমঝোতার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।