কঠোর লকডাউনের পঞ্চম দিনে সিলেটে এ্যাকশন দেখতে ভিড়, ঢিলে, ফাঁকা, মাস্কহীন..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৬:৪১:৪০ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: সিলেট মহানগরসহ আশপাশের এলাকায় চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিন আজ রোববার ১৮ এপ্রিল রাস্তায় বাজারে মানুষ, মোটরসাইকেল,সিএনজি, রিক্সা, পুলিশ-প্রশাসনের এ্যাকশন, দোকান বন্ধ, রাস্তা ফাঁকা, সবই ছিল। আবার প্রশাসনের এ্যাকশন দেখতে জনতার ভিড়ও ছিল।
দুপুরে অভিযানে নামে সিলেটের জেলা প্রশাসন। দুপুর ১টর দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ ইশতিয়াক ইমন। এসময় মাস্ক না পরার অপরাধে ২ জনকে ৫ শ টাকা করে একহাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের অভিযান দেখতে সে সময় সেখানে ভিড় করেন বহু সংখ্যক মানুষ। যেন কোনো অনুষ্ঠান দেখতে এসেছেন তারা। পুলিশ তাদের সেখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি।
কোথাও সিলেটে লকডাউনের ৫ম দিনে আরও কঠোর হয়েছে পুলিশ। রোববার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অভিযানে নামে। অভিযানকালে কয়েকজনকে জরিমানাও করা হয়। কোথাও রিক্সাও চলাচল করতে দেয় নি পুলিশ। মাস্ক পরে নি এমন মানুষের সংখ্যাও বিস্তর দেখা গেছে।