দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০২ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৬৯৮
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৫:৩১:০৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জন। এবং ২৪ ঘণ্টায় করোনা রোগী আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।
রোববার ১৮ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪০৪ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী আক্রান্তর হার ১৯ দশমিক ০৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।