হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৪:৪২:২৮ অপরাহ্ন
অনুপম সংবাদদাতা: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ রোববার বেলা সাড়ে বারোটার দিকে তাকে মাদ্রাসা থেকে আটক করা হয় বলে মিডিয়াকে জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতা করেন। মামুনুলকে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে রাখা হয়েছে।
মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।