লক্সফোর্ডে লিবডেম প্রার্থী মোহাম্মদ উদ্দিনের জোরদার নির্বাচনী প্রচারণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ৮:১৯:২৯ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: রেডব্রিজ কাউন্সিলের আসন্ন উপনির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ডের লিবারেল ডেমোক্র্যাটস প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন জোরদার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত এক সপ্তাহ আগে তিনি বিরামহীন গতির এই নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বুধবার মোহাম্মেদ উদ্দিনের এই জোরদার নির্বাচনী প্রচারে অংশ নেন বিশিষ্ট লিবডেম নেতা সাবেক কাউন্সিলর গ্যাইনথ ডেকিনস। প্রচারণার এই সময় মোহাম্মেদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি এলাকার নানাধরনের সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। মোহাম্মেদ উদ্দিন লক্সফোর্ডে বিরাজমান সমস্যা সমাধানে তাকে নিবাচিত করার জন্য বাসিন্দাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বুধবার সন্ধ্যায় মোহাম্মেদ উদ্দিন স্কাই বাংলা টিভির আমন্ত্রণে নির্বাচনী সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। ওই সাক্ষাৎকারে তিনি তাঁর নির্বাচনী লক্ষ্য এবং উদ্দেশসমূহ বর্ণনা করেন। এর পর তিনি মাহে রমজান উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি বিজিতদের হতাশ না হয়ে ভবিষ্যতে সফল হওয়ার জন্য জোরদার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকার শেষে মোহাম্মেদ উদ্দিন বেশ কিছুসময় তহবিল সংগ্রহ অভিযানে অংশ গ্রহণ করেন।
মোহাম্মেদ উদ্দিন বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ইলফোর্ড লেনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। দোকান মালিকদের অনেকে তাদের দোকানে মোহাম্মেদের নির্বাচনী লিফলেট রাখতে সম্মত হন।
শুক্রবার মোহাম্মেদ উদ্দিন ইটন রোডের ইসলামিক কালচারাল সেন্টার পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে তাদের সমর্থন প্রত্যাশা করেন। এ সময় মোহম্মেদের প্রচারসঙ্গী লিবডেম সমর্থকরা বাসিন্দাদের মধ্যে লিফলেট বা প্রচারপত্র বিলি করেন। মোহাম্মদ ইলফোর্ড লেনে তার প্রচার কর্মসূচি অব্যাহত রাখার কথা ঘোষণা করে শুক্রবারের মতো প্রচার শেষ করেন।
রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ১৭ এপ্রিল শনিবার মোহাম্মেদ উদ্দিন তার নির্বাচনী প্রচারণা বন্ধ রাখেন ।