কঠোর লকডাউনে সিলেটের তৃতীয় দিন: প্রধান সড়ক ফাঁকা, গলিতে ভিড়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ২:৩৬:১০ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: দেশে করোনা ঠেকাতে সারাদেশে আটদিনের সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন সিলেট মহানগরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা ছিল। তবে গলিগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে নগরের কয়েকটি স্থানে পুলিশের তৎপরতা চোখে পড়লেও বাজার এলাকাগুলোতে পুলিশ সক্রিয় ছিল না।
লকডাউনের তৃতীয় দিনে সিলেট মহানগরের শহরে সবকটি কাঁচাবাজার, মুদির দোকান ও ওষুধের দোকান খোলা থাকলেও বিপনীবিতান, মার্কেটসহ সকল ফ্যাশন হাউস বন্ধ ছিল। শহরে জরুরি পরিবহণ চলাচল ছাড়াও ব্যক্তিগত যানবাহন ও কিছু কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।