সকালে শিশুর জন্ম দিয়ে বিকেলে মারা গেছেন সাংবাদিক মা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ১:১৭:৩৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক: সকালে আট মাসের শিশুর জন্ম দিয়ে বিকেলে কোভিড-১৯ সংক্রমিত অবস্থায় মারা গেছেন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা (৩২)। তার দুই বছরের দুটি জমজ সন্তানও পৃথিবীতে রেখে গেছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান রিফাত সুলতানা। ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাকিল আহমেদ বলেন, আমরা চারদিন ধরে হাসপাতালে ঘুরেছি ওর জন্য। সে সন্তানসম্ভবা ছিল। এমন অবস্থায় তার মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। একদিকে গর্ভবতী ও অন্যদিকে কোভিড-১৯ সংক্রমিত অবস্থায় ঢাকা শহরে চিকিৎসা সুবিধা অনেক কম। শেষ মুহূর্তে আমরা তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করি। অনেক কষ্টে তাদের রাজি করানো হয় অস্ত্রোপচার করার জন্য। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। আজ (শুক্রবার) সকালে তার পেইন ওঠে। পরে তার সন্তানের জন্ম হয়। বিকেল তিনটার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
তিনি বলেন, রিফাতের স্বামী নাজমুলও কোভিড-১৯ সংক্রমিত ছিল। রিফাতের শ্বাশুড়িও এখন চিকিৎসাধীন অবস্থায় আছে আইসিইউতে। পুরো পরিবারটাই কোভিড-১৯ সংক্রমণ হওয়ার কারণে বিপর্যস্ত। রিফাতের সন্তানকে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আজ রাতেই রিফাতের দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। ৭১ টিভি কার্যালয়ে তাকে সাড়ে নয়টার দিকে নিয়ে আসা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্যে। সেখানে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন প্রিয় সহকর্মীকে হারিয়ে।