শামসুদ্দিন হাসপাতালে ১৪টি সিট খালি, ৩ জন করোনারোগী ফেরত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ৩:৩৮:১৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: কঠোর লকডাউনের তৃতীয় দিনে সিলেটে করোনা চিকিৎসার জন্যে ‘নিবেদিত’ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩ জন রোগীকে আজ শুক্রবার ভর্তি করা যায়নি সিট খালি না থাকায়। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৮২ জন রোগী। এর মধ্যে ৪৫ জন করোনা ‘পজিটিভ’ ও বাকি ৩৭ জনের মধ্যে করোনার উপসর্গ রয়েছে।
স্থান সঙ্কুলান না হওয়ার ব্যাপারটি এ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ৮২ জন করোনা রোগী রয়েছেন। শামসুদ্দিন হাসপাতালে মোট ৯৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া গেলেও এর মধ্যে ১৬টি আইসিইউ বেড রয়েছে। বাকি বেডের মধ্যে করোনা ‘পজিটিভ’ ও উপসর্গ থাকা রোগীদের ভর্তি করা হয়।
শুক্রবার করোনার উপসর্গ নিয়ে আসা ৩ জনকে হাসপাতালে ভর্তি না করে কেন ফিরিয়ে দেয়া হল এমন প্রশ্নের জবাবে ডা. সুশান্ত মিডিয়াকে বলেন, হাসপাতালে ভর্তি ৮২ জনের মধ্যে ৪৫ জন ‘পজিটিভ’ ও ৩৭ জন উপসর্গের রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। অবশিষ্ট ১৪টি বেড পজিটিভ রোগীদের জন্য বরাদ্ধ রাখা হয়। কারণ যেকেনো সময় ‘পজিটিভ’ রোগী আসতে পারে। তাই এসব চিন্তা করে কয়েকটি বেড খালি রাখা হয়। হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া রোগীদের মধ্যে কিছুটা শ্বাসকষ্ট ছিল বলেও স্বীকার করেন তিনি।