আমেরিকায় ইন্ডিয়ানাপোলিস শহরে ফেডেক্স কার্যালয়ে গুলিতে নিহত ৮
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৩:২৫:৫৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফেডেক্সের কার্যালয়ে। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশের ধারণা, নিহত লোকজনের মধ্যে হত্যাকারীও আছেন। নিজের গুলিতেই মারা যান তিনি। এএফপি এ খবর দিয়েছে।
পুলিশের মুখপাত্র জিনে কুক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম উইশ-টিভিকে ফেডেক্সের কর্মী জেরেমিয়াহ মিলার বলেন, তিনি এক বন্দুকধারীকে গুলি করতে দেখেন। আতঙ্কিত হয়ে তিনি সঙ্গে সঙ্গে নিচে শুয়ে পড়েন।
জিনে কুক বলেন, বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে তাঁরা ধারণা করছেন। ফেডেক্সের একজন মুখপাত্র হামলার বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার কাজগুলো হতো অফিস থেকে। ফেডেক্সের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তাঁরা কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করছেন।