সিলেটে কঠোর লকডাউনের ২য় দিন দুপুরের পর বেশ ঢিলে, পুলিশের ৯৭ মামলা, ৮৯ গাড়ি আটক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৩:০৩:০২ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: ১৪—২১ এপ্রিল এ আট দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন অনেকটাই ঢিলে ছিল। চলেছে রিক্সা, সিএনজি অটো রিকশা, মোটরসাইকেল সহ ছোট যান। সিলেট মহানগর পুলিশ দুপুর পর্যন্ত বেশ তৎপর দেখা গেছে তাদের ২০ চেকপোস্টে। দুপুরের পর রাস্তায় বাজারে মানুষ ও হালকা যানের ভিড় বাড়ে।
সিলেট মহানগরে পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে রাস্তায় বের হওয়া মানুষ ও যানবাহনের গতিরোধ করে চেক করে। মোটরসাইকেল, রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় বের হওয়া অনেকেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। অহেতুক বাইরে আসায় অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রয়োজন ছাড়া বের হওয়ায় অনেককে যানবাহন থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
সকালে রিক্সা সিএনজি বেশ দেখা গেলেও যাত্রী খুব কম ছিল বলে রিক্সা ড্রাইভার হতাশা প্রকাশ করেন।
১৫ এপ্রিল সিলেট মহানগর পুলিশ ৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ৮৯টি গাড়ি আটক করেছেন বলে জানিয়েছেন।