মসজিদে তালা, বাইরে শত শত ক্ষুব্ধ মুসল্লিদের ভিড়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ১০:৩৪:৪৯ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: করোনার সংক্রমণ রোধ করার জন্যে সরকার ঘোষিত ২০ জন মুসল্লীর উপস্থিতিতে মসজিদে জামায়াত আদায়ের নির্দেশনা মানতে সিলেটসহ দেশের বিভিন্ন মসজিদে ক্ষুব্ধ মুসল্লিদের সাথে মসজিদ কমিটির ক্ষুব্ধ তর্কাতর্কি হচ্ছে। রমজান মাসে এমনিতেই মসজিদে মুসল্লীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক বেশী থাকে। কোথাও কোথাও কোনভাবেই মুসল্লীদের ঠেকাতে পারছেনা কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে জামায়াত চলাকালে মসিজদের গেইটে দিতে হচ্ছে তালা। জামায়াত আদায় করতে না পেরে মসজিদের গেইটে মুসল্লীরা ক্ষোভ প্রকাশ করছেন।
আজ বৃহস্পতিবার জোহরের নামাজের সময় সিলেট মহানগরের আম্বরখানা জামে মসজিদের গেইটে তালা মেরে ২০ জন মুসল্লীর উপস্থিতিতে জোহর নামাজের প্রস্তুতি নেন ইমাম। তখন মসজিদের গেইটে বিক্ষোভ করেন মুসল্লীগন। গেইট খুলে না দিলে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন বলে চিৎকার করে জানালে উপস্থিত শতাধিক মুসল্লি, বাধ্য হয়ে মসজিদের গেট খুলে দেন কর্তৃপক্ষ।
সিলেট মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টের কিছু মসজিদে এমন ঘটনা ঘটেছে।
রমজানে ২০ জনের নিয়ম মানতে নারাজ সাধারণ মুসল্লীগণ। তাদের দাবী গার্মেন্টসসহ বিভিন্ন অফিস খোলা থাকলেও মসজিদের জন্য এমন কঠোরতা শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে কোনভাবেই কাম্য নয়। সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত পূনর্বিবেচনারও আহ্বান জানান তারা।
এ ব্যাপারে জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, রমজান মাস হচ্ছে কুরআন নাযিলের মাস। এই মাসের গুরুত্ব সারা বছরের মধ্যে বেশী। এ মাসে মসজিদে ইবাদত বন্দেগী করার জন্য মানুষের ঢল নামে। এমন সময়ে ২০ জনের সংখ্যা নির্ধারণ করে না দিয়ে যদি শারীরিক দুরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হতো তাহলে ভালো হতো। মসজিদে মুসল্লীর উপস্থিতির বিষয়টিও সরকারের পুনর্বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন।