ব্যাংক খুলেছে আজ, লেনদেন কম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ১:৩২:০৩ অপরাহ্ন
অনুপম রিপোর্টার: করোরোনাভাইরাস সংক্রমণ কমাতে গতকাল বুধবার থেকে সারা দেশে কঠোর নিষেধের লকডাউন শুরু হয়েছে। এ লকডাউনে প্রথমে ব্যাংক বন্ধ থাকার কথা ছিল, পরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার ব্যাংক খোলা কিন্তু মানুষ কম এসেছে ব্যাংকে। সকাল ১০টা থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়ে চলেছে বেলা একটা পর্যন্ত। তবে কাুন্টার একটায় বন্ধ হলেও ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত।
গত মঙ্গলবার ব্যাংক খোলাসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। আর সিটি করপোরেশন এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে। এ ছাড়া প্রধান শাখাসহ বৈদেশিক মুদ্রায় অনুমোদিত ডিলার শাখা খোলা রাখতে হবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ সময়ে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।