পাঁচ দেশে চালু হতে যাচ্ছে বিশেষ ফ্লাইট কঠোর লকডাউনের ভিতর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ১:২৩:১৬ অপরাহ্ন
অনুপম রিপোর্টার: কঠোর নিষেধাজ্ঞার লকডাউনের ভিতর পাঁচ দেশে চালু হতে যাচ্ছে বিশেষ ফ্লাইট। তবে কবে এই ফ্লাইট চালু হবে সেই সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।
আজ বুধবার ১৪ এপ্রিল বিদেশগামী কর্মীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংশ্লিষ্টরা আবার বৈঠক করে চূড়ান্তভাবে সব জানাবেন।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের এমডিসহ পদস্থ কর্মকর্তারা।