বাংলাদেশ পুলিশের জন্যে দূরপাল্লার বিশেষ বাস সার্ভিস লকডাউনের কারণে বিলম্বিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২১, ৮:৩৮:৫৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: পুলিশের জন্য কম ভাড়ায় দূরপাল্লার বিশেষ বাস সার্ভিস চালু হওয়ার কথা ছিল আগামীকাল ১৫ এপ্রিল। সবকিছু প্রস্তুত কিন্তু লকডাউনের কারণে বিলম্বিত।
গত শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, নিয়োগের প্রথম বছর পূর্তিতে আইজিপি ড.বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণের জন্য দূরপাল্লার যাত্রায় হ্রাসকৃত ভাড়ায় চালু হতে যাচ্ছে ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’।
বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যগণ ( কেবলমাত্র স্ত্রী /স্বামী ও সন্তান) এই বাস সেবাটি নিতে পারবেন। আরও জানানো হয়, পুলিশ সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন, পিওএম মিরপুর থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৫টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশে এই বাস ছেড়ে যাবে। এছাড়া বিভাগীয় শহরের মেট্রোপলিটন পুলিশ লাইন, জেলা পুলিশ লাইনস থেকে প্রতি শনিবার দুপুর দুইটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এ বিশেষ বাস।
উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল তৎকালীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদকে এক আদেশের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।