সারাদিন সুনসান, কোথাও পুলিশের আ্যাকশন, বিকেলে ভিড় জিলাপির..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২১, ১০:০৩:৩৫ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: কঠোর নিষেধাজ্ঞার প্রথম দিনে আজ সিলেটের অবস্থা দুপুর পর্যন্ত রাস্তা ফাঁকা—কোথাও কেউ নেই, কোথাও এ্যাকশনে পুলিশ—রিক্সা থেকে সিএনজি থেকে যাত্রী নামিয়ে দেয়া, মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়া ইত্যাদি। কেউ কেউ বলেছে তারা গ্রাম থেকে এসেছে, তারা জানে না সবকিছু বন্ধ থাকার কথা।
করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন চলছে সিলেটসহ সারাদেশে। লকডাউনের প্রথম দিনে রোজা মাস শুরু হওয়ায় আজ বুধবার বিকেল বেলা সিলেট নগরীর ইফতারসামগ্রী বিক্রির দোকানের সামনে ছিল মানুষের দীর্ঘ লাইন, জমজমাট ভিড়। বেশি ভিড়ের কারণ জিলাপি। ইফতারে একটা জিলাপি যোগ করার জন্যে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বের খবর নেই, গরমে তৃষ্ণার্ত মানুষ, তার উপর ঠ্যালাঠেলি অবস্থা।
লকডাউনের প্রথম দিনে সকাল এগারোটা পর্যন্ত সিলেট মহানগর ছিল একেবারে ফাঁকা। মানুষের চলাচল ছিল একেবারে কম। কিন্তু বিকেল বেলায় বাহিরে বাড়তে থাকে মানুষের সংখ্যা। সবার একটাই গন্তব্য ইফতারির দোকান। তখন পুলিশের তেজও কমে আসে। দূরে দাঁড়িয়ে ভিড় দেখতে থাকেন।