‘বঙ্গবন্ধু’ ছবির মুম্বাই অংশের শুটিং শেষ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২১, ৪:০৬:১৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক: মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু হয়। সার্বিক দিক বিবেচনায় চার-পাঁচ দিন আগে সিনেমাটির মুম্বাই অংশের শুটিং শেষ করা হয়েছে। বাংলাদেশের সব অভিনেতা এরই মধ্যে দেশে ফিরেছেন।
সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি মঙ্গলবার মিডিয়াকে বলেন, ‘মহারাষ্ট্রের সার্বিক দিক বিবেচনা করে চার থেকে পাঁচ দিনের শুটিং বাকি রেখে কিছুদিন আগে মুম্বাই অংশের শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে মুম্বাই থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিনেতারা।’
বাংলাদেশ অংশের শুটিং প্রসঙ্গে মোহাম্মদ হোসেন জেমি বলেন, ‘আগস্টে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু জায়গায় সিনেমাটির শুট হবে। আগামী সপ্তাহে আমরা শিডিউল লক করব।’
‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।