কঠোর নিষেধের লকডাউন শুরু, যেসব খোলা, যেসব বন্ধ, পুলিশ চেকপোস্ট, ব্যারিকেড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২১, ৩:৩২:২৬ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আজ বুধবার ১৪ এপ্রিল ভোর থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর নিষেধের লকডাউন শুরু হয়েছে।
সিলেটসহ দেশের সর্বত্র বুধবার ভোর থেকে পুলিশ তৎপর রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে।
এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে।
যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
বহু রাস্তা বেরিকেড বসিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সেসব রাস্তায় জরুরি সেবা সংস্থার কোন যানবাহন যেতে হচ্ছে বিকল্প রাস্তায়।
যেসব খােলা
জরুরি সেবা, গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, শিল্প-কারখানা, ব্যাংক, শেয়ারবাজার, ডাক বিভাগ, ফায়ার সার্ভিস, খাদ্যপণ্য, কৃষিপণ্য, ওষুধ, স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর।
যেসব বন্ধ
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, যাত্রীবাহী বাস লঞ্চ ট্রেন বিমান, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা, শপিং মল, মার্কেট, দোকান।