করোনা: সিলেটে পজেটিভ ঢাকায় নিগেটিভ, দক্ষিণ আফ্রিকার নারী দলের ৫ জনের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২১, ১২:১৪:২২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: সিলেটে করোনা টেস্টে সোমবার (১২ এপ্রিল) দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ নারী ক্রিকেটারের পজেটিভ ফল আসায় দলের সাথে দেশে ফিরতে পারেননি। মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকায় তাদের আবার করোনা পরীক্ষা করানো হলে তাতে নেগেটিভ আসায় স্বস্তি নিয়ে বিকেলেই ঢাকা ছাড়েন তারা।
বিসিবির পরিচালক ও নারীদের ক্রিকেট বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তার ধারণা, সিলেটের পরীক্ষায় ‘ফলস পজেটিভ’ এসেছিল। ঢাকায় ঠিক রিপোর্ট পাওয়ায় তাদের দেশে ফিরতে বাধা নেই। সন্ধ্যা ৬টার বিমানে তারা ঢাকা ছেড়েছেন। শফিউল বলেন, ‘আমার ধারণা সিলেটে ফলস রিপোর্ট এসেছিল। কারণ তারা প্রত্যেকে জৈব সুরক্ষা বলয়ে ছিল। কেউ তাদের কাছাকাছিও আসতে পারেনি। ঢাকায় তাদের আজ আবার পরীক্ষা করানো হয়েছে। প্রত্যেকেই নেগেটিভ এসেছে। ফলে তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই।’
বুধবার থেকে দেশে সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। ২১ এপ্রিল পর্যন্ত সবধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। মঙ্গলবার শেষ ম্যাচটি খেলে বুধবার দেশের পথে রওনা হওয়ার কথা ছিল তাদের। কিন্তু লকডাউনের ঘোষণা আসায় দুই দেশের বোর্ডের সিদ্ধান্তে বাতিল হয় শেষ ম্যাচ। চার ম্যাচের সবগুলো দাপটের সঙ্গে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল। যদিও তাদের অধিকাংশ ক্রিকেটারই ছিলেন জাতীয় দলের।