মোহাম্মদ মুজিব হোসেন এর কবিতা: জ্ঞান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২১, ৩:২০:১৪ অপরাহ্ন
জ্ঞান
দোষ যদি আপনার
চাহো জানিবার
অরাতির কাছে পাবে
সন্ধান তাহার।
গুণ যদি আপনার
চাহো জানিবার
মা জননীর কাছে পাবে
সন্ধান তাহার।
প্রেম যদি আপনার
চাহো জানিবার
প্রিয়াসীর কাছে পাবে
সন্ধান তাহার।
জ্ঞান যদি আপনার
চাহো জানিবার
আসমানী কিতাবে পাবে
সন্ধান তাহার।
জগৎজ্যোতি যদি আপনার
চাহো জানিবার
হৃদয় ছাকুনির কাছে পাবে সন্ধান তাহার।
দৃশ্য-অদৃশ্য,
গুপ্ত-জ্ঞানের আলো উপাস্য।
তার জ্যোতি—জ্ঞানের দৃষ্টান্ত যেন একাকার আলোকমালা,
যার মাঝখানে একটি প্রদীপ;
প্রদীপটি কাঁচের আবরনে
(দেহ) ঘেরা;
আবরণটি স্পষ্ট—উজ্জ্বল নক্ষত্র
পাঁচকোণা বিশিষ্ট;
(দুই হাত+দুই পা+মাথা)
উহা তেজবিহীন
পর্যাপ্ত তেলে রক্তে স্বয়ংক্রিয়
জ্বলতে থাকে;
কিন্তু
(অন্তরে অন্ত:স্থিত) জ্যোতিটির কোনো উদয়-অস্ত নেই, দিক নেই;
এই জ্যোতি-জ্ঞান
পেয়েই জ্যোতিস্ময় উপাস্য হয় (জ্যোতির উপর জ্যোতি)
উপাস্য ইচ্ছা সাধন চর্চায় এ পথ প্রাপ্ত হওয়া যায়।
উপাস্য মানুষের জন্যই এই মুকুলিত-কলি, সুপ্ত বিষয়ের দৃষ্টান্ত দেন,
জ্ঞানের আধারই উপাস্য।