ইউএনও-র মোবাইল ক্লোন করে টাকা দাবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৯:৪৪:০৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সরকারি মোবাইল ক্লোন করে উপজেলার কলেজ ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ইউএনও মেহেদী হাসানের সরকারি মুঠোফোন নম্বর (০১৭৩০৩৩১১১৯) ক্লোন করে শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ বরাদ্দ পাওয়া গেছে উল্লেখ করে বিকাশে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর দাবি জানানো হয়। বিষয়টি বুঝতে পেরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে যোগাযোগ করলে ঘটনাটি জানাজানি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ‘ইউএনও জগন্নাথপুর’ নামক ফেসবুক পেজের মাধ্যমে প্রতারক থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে তার সরকারি মুঠোফোন ক্লোন হওয়ার কথা জানানো হয়।
জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মুঠোফোন থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় আমাকে ফোন করে বলা হয় আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ল্যাপটপ সরকার থেকে বরাদ্দ পাওয়া গেছে। আমি এখন ডিসি অফিসে আছি। আপনি এই মুহূর্তে ৯ হাজার টাকা ০১৬৩৭৬৮৮০৮৫ নম্বরে পাঠান। বিষয়টি নিয়ে সন্দেহ হলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে যোগাযোগ করে তার সরকারি নম্বর ক্লোন হওয়ার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হই।’