বাংলাদেশে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে রোজা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৯:০৮:৫২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে রোজা।
মঙ্গলবার ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৯ মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
বুধবার থেকে রোজা শুরু হওয়ায় মঙ্গলবার রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এরআগে করোনাভাইরাস বৃদ্ধির প্রেক্ষাপটে তারাবি ও অন্যান্য ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি নিয়ে নামাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)—এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।
মুসলিম উম্মাহ কুরআন নাজিলের এ পবিত্র রমজান মাসকে আল্লাহর বিধান বাস্তবায়নে স্বাগত জানাবে। এ প্রত্যাশায় আহলান, সাহলান, মাহে রমজান…