করোনা: দ্বিতীয় ঢেউ ভয়াবহ, আরটি-পিসিআর টেষ্টে ধরা দিচ্ছে না, একজন থেকে ৯০ শতাংশ আক্রান্ত হচ্ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৩:৪৫:১০ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ, বিশেষজ্ঞরা বলছেন। বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু প্রথম ধাপের সংক্রমণ ও মৃত্যুকেও ছাড়িয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার লক্ষণ থাকা সত্ত্বেও ২/৩ পরীক্ষা করা হলেও আরটি-পিসিআর টেষ্টে (রিভার্স ট্রান্সক্রিপ্টেইস) করোনার উপস্থিতি ধরা পড়ছে না।
বিশেষজ্ঞদের দাবি, করোনা কোষ বিভাজনের ফলে এমন চেহারা নিচ্ছে যার ফলে উপসর্গ থাকলেও করোনা ধরা পড়ছে না।
কোনো কোনো ক্ষেত্রে ব্রঙ্কোস্কপির মতো কঠিন পরীক্ষার সাহায্যও নিতে হচ্ছে। ব্রঙ্কোস্কপি হল নাক কিংবা গলার মধ্যে দিয়ে নল ঢুকিয়ে ফুসফুস থেকে তরল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা। এর দ্বারা অনেকসময় পজিটিভ রোগীর সন্ধান মিলছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেখা যাচ্ছে, অক্সিজেনের মাত্রা স্বাভাবিক এমন করোনা রোগীও আছেন। এসব ক্ষেত্রে করোনা রোগী পেটের পীড়া ও জ্বরে ভুগছেন।
ইনস্টিটিউট অব লিভার এন্ড বাইলারি সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ডা. প্রতিভা কলের পর্যবেক্ষণে ভাইরাসের নতুন উপসর্গ ধরা পড়েছে। এমনকি চোখে কনজাংকটিভাইটিস হলে অথবা স্রেফ সর্দি হলেও যে কোনো ব্যাক্তি কোভিড পজিটিভ হতে পারেন।
ওদিকে গবেষণায় প্রকাশ, একজন সংক্রমিত ব্যক্তি ৮০ থেকে ৯০ শতাংশ মানুষকে সংক্রমিত করতে পারে। অর্থাৎ প্রথমে একজন সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে ৬০ থেকে ৭০ শতাংশ লোক সংক্রমিত হত না। এখন খুব মুশকিল হলে ২০ থেকে ৩০ শতাংশ লোক সুরক্ষিত থাকে, বাকিরা আক্রান্ত হয়ে যায়।