রোজা ও সর্বাত্মক লকডাউন আসছে তাই সিলেটের বাজারে ধাক্কাধাক্কি-ভিড়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ২:২৯:৩৮ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: সর্বাত্মক লকডাউন সাত দিনের শুরু হবে কাল থেকে। চাঁদ দেখা গেলে কাল রোজা আরম্ভ। তাই সিলেটের নিত্যদরকারি বাজারে দোকানে ধাক্কাধাক্কি-ভিড়। স্বাস্থ্যবিধির পরোয়া নেই। সোমবার সকাল থেকে নগর জুড়ে মানুষের ঢল। বিভিন্ন উপজেলার বাজারেও একই অবস্থা। ঈদের বাজারের ভিড়ের চেয়ে বেশি ভিড়। কালীঘাটে লোকারণ্য অবস্থা। রোদের তেজে ভীষণ গরম একদিকে, অন্যদিকে যানজট, তারউপর মানুষের ঠ্যালাঠেলি-ভিড়।
সর্বাত্মক লকডাউন ও রোজার এমন প্রস্তুতি নিতে বাজারে শারীরিক দূরত্ব দুরে থাক, মাস্কবিহীন লোকের সংখ্যাই বেশি।
সিলেট মহানগরের বন্দরবাজার, জিন্দাবাজার, কালিঘাট ও আম্বরখানা সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট কোথাও নেই শারীরিক কিংবা সামাজিক দূরত্ব। সিএনজি অটোরিক্সা, লেগুনা ও প্রাইভেট গাড়ীর কারণে সর্বত্র সৃষ্টি হয় যানজট। সিএনজি অটোরিক্সায় অতিরিক্ত যাত্রী আবার ভাড়াও আদায় করেছে বেশী। এ নিয়ে চালকের সাথে যাত্রীর বাক-বিতন্ডার ঘটনাও ঘটছে। কোথাও চোখে পড়েনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সব মিলিয়ে ভয়ানক অবস্থা। সচেতন মানুষ বলছেন আজ একদিনেই কতো-যে সংক্রমণ হবে এ বিপুল জনসংখ্যার দেশে ভাবলে ভয় লাগে।