দেশে মসজিদে তারাবিসহ প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন নামাজ পড়বেন, সৌদিতে তারাবি ১০ রাকাত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ১১:২৭:৫৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবিসহ প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন।
সোমবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে পাঠানো এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে তারাবি ও প্রতি ওয়াক্ত নামাজ খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন। খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন করবে।
করোনাভারাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ অবস্থায় প্রতি ওয়াক্ত নামাজ ও তারাবিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।
ওদিকে করোনা মহামারির কারণে সৌদি আরবের মক্কা ও মদিনার দুই প্রধান মসজিদে তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-র বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।