সিলেটের গুণীজনের নামে স্থাপনা নামকরণের পক্ষে ‘ক্যাম্পেইন ফর রিকগনিশন’ এর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ১০:৪৮:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের ১০ গুণীজনের নামে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনা, চত্বর ও সড়কের নামকরণের দাবি বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ‘ক্যাম্পেইন ফর রিকগনিশন’ এর উদ্যোগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
১০ জন গুণী হলেন, দেওয়ান ফরিদ গাজী, পীর হবিবুর রহমান, আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আখতার আহমদ, আব্দুন নূর মাস্টার, বদর উদ্দিন আহমদ কামরান, এডভোকেট আ ফ ম কামাল, মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির, কবি দিলওয়ার ও অধ্যক্ষ হুসনে আরা আহমদ।
যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ হাসান আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী এডভোকেড তবারক হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, নর্থ আমেরিকা প্রথম আলোর আবাসিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব দেওয়ান শাহেদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ যুক্তরাজ্য জাসদ নেতা মতিউর রহমান মতিন, বি,সি,এর সাবেক সভাপতি কামাল ইয়াকুব, যুক্তরাজ্য জালালাবাদ এসোশিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, যুক্তরাষ্ট্র জালালাবাদ এশোসিয়েশনের সভাপতি মঈনুল হক চৌধুরীর হেলাল, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আনছার আহমদ উল্লাহ, সিলেট জাসদের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব তোফাজ্জুল চৌধুরী, যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি কবি মুজিবুল হক মনি, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সৈয়দ আব্দুল কাইয়ুম, যুক্তরাজ্য বাসদের সমন্বয়ক গয়াছুর রহমান গয়াছ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাহিদ আলী, পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল বাছিত, যুক্তরাজ্য বাসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত।
আরও উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শামীমা আখতার, সিলেট জেলা সাংস্কৃতিক জোটের নেতা মিসফাকুর রহমান চৌধুরী মিসু, বিসিএ’র নেতা ফজল উদ্দিন, যুক্তরাজ্য বিশিষ্ট রাজনীতিবিদ এম এ মান্নান, বিসিএ’র নেতা জাহিদ আলী কুশনু, কমিউনিটি নেতা এস,কে আতিকুজ্জামান, আব্দুল মালিক খোকন, ও নওশাদ নূর।
বক্তারা অবিলম্ভে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে ১০ গুণীজনের নামে নামকরণের উদ্যোগ গ্রহণের জন্য জোর দাবি জানান। বক্তারা গুণীজনের নামকরণে ঐকমত্য পোষণ করেন এবং দাবি ব্যাস্তবায়ন জন্য সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর রেজওয়ান আহমদ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আগামী প্রজন্মের কাছে সিলেটের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য গুণীজনের অবদান ও স্মৃতি সংরক্ষণ কল্পে বক্তারা নামকরণের উদ্যোগ বাস্তবায়ন করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান। ভার্চুয়াল সভার সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ শাহজাহান।
উল্লেখ্য, এ সংগঠনের উদ্যোগে ২২ জুলাই ২০২০ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডার প্রবাসীদের স্মারক লিপি ইমেইল এর মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে প্রেরণ করা হয়েছিল।